Performance
Monthly Listeners
Current
Followers
Current
Streams
Current
Tracks
Current
Popularity
Current
Listeners 1,744
Top Releases
View AllBiography
অমিত শূর। এই সময়ের অন্যতম ব্যস্ত সঙ্গীত পরিচালক। তারযন্ত্রের সমস্ত তারে তাঁর স্বচ্ছন্দ বিচরণ। সুরের মনগভীরে বসত করা এক আশ্চর্য সুরের জাদুকর। মরমী লোকসঙ্গীত শিল্পী বাবা শ্রী লীলাময় শূর এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী মা শ্রীমতী স্বপ্না শূরের সুযোগ্য সন্তান অমিতের সঙ্গীতে প্রথম নাড়া বাঁধা গুরু শ্রী নারায়ণ বিশ্বাসের কাছে। খমক, একতারা, দোতারা, ব্যাঞ্জো, ম্যান্ডোলিন, রবাব, রাবালিন, গীটার প্রভৃতি তারযন্ত্রের তালিম পেয়েছেন সর্বশ্রী লীলাময় শূর, প্রসেনজিৎ চন্দ, তাপস রায়, সঞ্জয় দাস (বাপী) এবং তাপস ঘোষের কাছে। সেই সুরে সুরে পথচলায় দুটি দশক ইতিমধ্যেই অতিক্রান্ত। দেশে বিদেশে নানা বিখ্যাত মঞ্চে ও টিভির অনুষ্ঠানে অজস্রবার শোনা গেছে অমিত শূরের তারযন্ত্রের মনকেমনিয়া সুর। পরবর্তীতে নিজেই সৃষ্টি করেছেন মনতারা, স্বপ্নবীণা-র মতো অভিনব কিছু তারবাদ্যযন্ত্র। চলচ্চিত্র, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ, ইউটিউব চ্যানেলের মিউজিক্যাল প্রজেক্ট থেকে বেসিক অ্যালবাম, স্বমহিমায় সর্বত্র ছড়িয়ে রয়েছে অমিত শূরের সুর ও মিউজিক। মুখবন্ধ লিখেছেন প্রখ্যাত গীতিকার শিবাশিস দন্ড Contact : Email : amitsur.folk@gmail.com Mobile : 9830196972